কারেন্ট নলেজ ::::: এপ্রিল – ’১২

চলতি বিশ্বের

সবিশেষ তথ্যাবলী

 

জি.এম. শহিদুর রহমান

 

 

বাংলাদেশ পর্ব

প্রশ্ন     :     দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় স্থাপিত হতে যাচ্ছে কোথায়?
উত্তর     :     রূপপুর, পাবনা।

প্রশ্ন     :     দেশের একমাত্র কৃষিভিত্তিক ইপিজেড কোথায়?
উত্তর     :     উত্তরা, নীলফামারী।

প্রশ্ন     :     জমিদারী প্রথা বিলুপ্ত হয় কবে?
উত্তর     :     ১৯৫০ সালে।

প্রশ্ন     :     বাংলাদেশে ভূ-উপগ্রহ কেন্দ্র কতটি?
উত্তর     :     ৪টি।

প্রশ্ন     :     মানব উন্নয়ন রিপোর্ট – ২০১১ অনুসারে বাংলাদেশের মোট জনসংখ্যা কত?
উত্তর     :     ১৫.০৫ কোটি।

প্রশ্ন     :     মানব উন্নয়ন রিপোর্ট – ২০১১ অনুসারে বাংলাদেশের মাথাপিছু আয় কত?
উত্তর     :     ১,৫২৯ মার্কিন ডলার।

প্রশ্ন     :     বর্তমানে জনসংখ্যায় মুসলিম বিশ্বে বাংলাদেশের অবস্থান কত?
উত্তর     :     চতুর্থ (পূর্বে তৃতীয় ছিল)।

প্রশ্ন     :     বাংলাদেশের সীমান্তবর্তী জেলার সংখ্যা কত?
উত্তর     :     ৩২।

প্রশ্ন     :     বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ কোনটি?
উত্তর     :     প্রাকৃতিক গ্যাস।

প্রশ্ন     :     বাংলাদেশে মুক্ত বাজার অর্থনীতি চালু হয় কত সালে?
উত্তর     :     ১৯৯১ ইং।

প্রশ্ন     :    লাহোর প্রস্তাব পেশ করা হয় কত সালে?
উত্তর     :    ১৯৪০ সালে।

প্রশ্ন     :     বাংলাদেশের সবচেয় বড় মধ্যযুগীয় মসজিদ কোনটি?
উত্তর     :     ষাটগম্বুজ মসজিদ।

প্রশ্ন     :     বাংলাদেশে প্রথম সামরিক আইন জারি করেন কে?
উত্তর     :     খোন্দকার মোশতাক আহমদ।

প্রশ্ন     :     বাংলাদেশ শিশু একাডেমী প্রতিষ্ঠিত হয় কত সালে?
উত্তর     :     ১৯৭৬ সালে।

প্রশ্ন     :     বাংলাদেশের সর্ববৃহৎ হাওর কোনটি?
উত্তর     :     হাকালুকি হাওর।

প্রশ্ন     :     কর্মসংস্থান ব্যাংক প্রতিষ্ঠিত হয় কত সালে?
উত্তর     :     ১৯৯৮ সালে।

প্রশ্ন     :     রাষ্ট্র পরিচালনার মূলনীতি উল্লেখ আছে সংবিধানের কত নং অনুচ্ছেদে?
উত্তর     :     ৮ নং।

প্রশ্ন     :     আমাদের দেশে সংবিধান দিবস পালিত হয় কবে?
উত্তর     :     ৪ নভেম্বর।

প্রশ্ন     :     বাংলাদেশ কর্মকমিশনের বর্তমান চেয়ারম্যান কে?
উত্তর     :     এ টি আহমেদুল হক চৌধুরী।

প্রশ্ন     :     বাংলাদেশের একমাত্র তেল শোধনাগারটির নাম কী?
উত্তর     :     ইস্টার্ন রিফাইনারি লিমিটেড।

 

আন্তর্জাতিক পর্ব

প্রশ্ন     :      আফ্রিকার বৃহত্তম দেশ কোনটি?
উত্তর     :    সুদান।

প্রশ্ন     :      কোন্ দেশকে ইনকা সভ্যতার ভিত্তিভূমি বলা হয়?
উত্তর     :     পেরু।

প্রশ্ন     :     স্পেন বিজয়ী মুসলিম সেনাপতির নাম কী?
উত্তর     :     তারেক বিন যিয়াদ।

প্রশ্ন     :     যুক্তরাষ্ট্রের সিনেটের মোট আসন সংখ্যা কত?
উত্তর     :     ১০০টি।

প্রশ্ন     :     সার্কভুক্ত সর্বশেষ দেশ কোনটি?
উত্তর     :     আফগানিস্তান।

প্রশ্ন     :     ফরবেসের তথ্যমতে, ২০১১ সালে বিশ্বের শীর্ষ ক্ষমতাধর ব্যক্তি কে?
উত্তর     :     বারাক ওবামা (যুক্তরাষ্ট্র)।

প্রশ্ন     :     ২০১১ সালের মানব উন্নয়ন রিপোর্ট অনুসারে সার্কভুক্ত দেশের মধ্যে সাক্ষরতার হার সবচেয়ে বেশী কোন্ দেশের?
উত্তর     :     মালদ্বীপ।

প্রশ্ন     :     বিশ্বের সবচেয়ে উঁচু টাওয়ার-এর নাম কী?
উত্তর     :     টোকিও স্কাই ট্রি।

প্রশ্ন     :     বিশ্বের কোন্ দেশ অভিবাসী গ্রহণে শীর্ষে রয়েছে?
উত্তর     :     যুক্তরাষ্ট্র।

প্রশ্ন     :    বর্তমানে বিশ্বে পোশাক রপ্তানীতে শীর্ষ কোন্ দেশ?
উত্তর     :     চীন (দ্বিতীয় বাংলাদেশ)।

প্রশ্ন     :     রাশিয়ার প্রেসিডেন্টের বর্তমান মেয়াদকাল কত?
উত্তর     :     ৬ বছর (পূর্বে ছিল ৪ বছর)।

প্রশ্ন     :  আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থা (IAEA)-এর বর্তমান সদস্য রাষ্ট্রের সংখ্যা কত?
উত্তর     :     ১৫২।

প্রশ্ন     :     আরব বিশ্বের গণঅভ্যুত্থান শুরু হয়েছিল কোন্ শহরে?
উত্তর     :     সিদি বউজিদ, তিউনিসিয়া।

প্রশ্ন     :     রুশ বিপ্লব দিবস পালিত হয় কবে?
উত্তর     :     ৭ নভেম্বর।

প্রশ্ন     :    বিশ্ব জনসংখ্যা রিপোর্ট – ২০১১ অনুযায়ী জনসংখ্যায় বিশ্বের বৃহত্তম দেশ কোনটি?
উত্তর     :     চীন (১৩৪ কোটি ৭৬ লাখ)।

প্রশ্ন     :     আনুষ্ঠানিকভাবে সোভিয়েত ইউনিয়ন বিলুপ্ত করা হয় কত সালে?
উত্তর     :     ১৯৯১ সালে।

প্রশ্ন     :     ‘মুক্তার দেশ’ নামে পরিচিত কোন্ দেশ?
উত্তর     :     কিউবা।

প্রশ্ন     :    বিশ্বের সবচেয়ে বেশী সংখ্যক মুসলিম বাস করেন কোন্ দেশে?
উত্তর     :     ইন্দোনেশিয়ায়।

প্রশ্ন     :     রোহিঙ্গা মুসলিম শরণার্থীরা কোন্ দেশের অধিবাসী?
উত্তর     :     মিয়ানমার।

প্রশ্ন     :    ইন্টারনেটের জনক কে?
উত্তর     :     ভিনটন জি কার্ফ।

প্রশ্ন     :     বলশেভিক বিপ্লব সংঘটিত হয় কত সালে?
উত্তর     :      ১৯১৭ সালে।

প্রশ্ন     :     মদীনা সনদে কতটি ধারা ছিল?
উত্তর     :    ৪৭ টি।

প্রশ্ন     :     চাঁদ থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে কতক্ষণ?
উত্তর     :     ১.২৬ সেকেন্ড।

প্রশ্ন     :     জাতিসংঘ শিশু সনদ অনুযায়ী, শিশুর বয়সসীমা কত?
উত্তর     :     ০-১৮ বছর।

Related posts

Leave a Comment