কবিতা তরঙ্গ ::::: এপ্রিল – ’১২

ছন্দ-পল্লবে

মাসিক আদর্শ নারী

(২০০ সংখ্যা পূর্তি উপলক্ষে)


প্রিয় তুমি

মাহমুদ মুজাফফর

আদর্শ নারী সবার প্রিয় আমার কাছে অল্পনা,

তোমায় কাছে পেতে আমি সদাই করি কল্পনা।

বুকের মাঝে রাখবো তোমায় মনে আঁকি জল্পনা,

বাসবো ভালো জীবন দিয়ে সত্যি বলছি গল্প না।

আসুক যতই বাধা-বিপদ তুমি কিন্তু টলবে না,

বাতিল শক্তির কাছে কভু মাথা নত চলবে না।

ম্যাগাজিনের মাঝে তুমি থাকবে সবার শীর্ষে,

তোমার বিকাশ দেখে লোকে যদিও করে ঈর্ষে।

………………………………………………….

আদর্শ নারীর ছোঁয়ায়

মোরশেদা খানম

পাপের পথে চলতো যে আগে আধুনিকা কোনো নারী,

কিসের ছোঁয়ায় পাপের সে পথ দিয়েছে আজ ছাড়ি?

এখন সে তো পথ চলে না উদ্ভট সেই সাজে,

সেই সব স্মৃতি পড়লে মনে মরে যায় যেন লাজে!

পর্দার কথা শুনলে যে আগে ঘৃণায় ফেরাতো মুখ,

আদর্শ নারীর ছোঁয়ায় সে আজ পর্দাতেই পায় সুখ।

বখাটেরাও আজ যেন তাকে সমীহ করে চলে,

এসিডেরও ভয় নেই তার হিজাব সে করে বলে।

………………………………………………….

উপহার

মুশতারী তাসনীম মুন্নী

আদর্শ নারী আদর্শ নারী শোন আমার কথা,

তোমায় পেলে ভুলতে পারি হৃদয়ের সব ব্যথা।

আরও পারি ভুলতে আমি পৃথিবীর সকলকিছু,

পণ করেছি তোমাকে ছাড়া হটবো না কভু পিছু।

তুমিতো আমার একাকিত্বের নীরব সময়ের সাথী,

যেমনি করে অমানিশায় জ্বলে তীব্র আলোর জ্যোতি।

তুমি আসবে বলেই বুঝি হৃদয়ে ফাগুন এলো,

নীল গগনে বুঝি সাদা বলাকারা উড়াল দিলো।

তোমার প্রেমে কোকিল বুঝি গান ছড়িয়েছে বহুদূর,

বাসন্তিদানে প্রেমময় কণ্ঠে পবনও তুলেছে সুর।

তাইতো বলি যাদের চেষ্টায় তোমার পথ হলো দুর্বার,

তাদের নামে সামান্য কবিতার ছন্দ দিলাম উপহার।

………………………………………………….

হিদায়াত বর্তিকা

জানে আলম

জান্নাতী ফুলের সুবাস তোমার বুকে

সালসাবিলের প্রবহমানতা নিয়ে

তুমি প্রমুগ্ধ প্রত্যয় হয়ে আছো

প্রতিটি আল্লাহ প্রেমিকের প্রাণে।

তুমি ঊষর মরুভূমিতে গড়েছো মায়াবী মরুদ্যান

প্রেমে তুমি অনাবিল

তোমার ছোঁয়ায় প্রদীপ্ত হয়েছে

কতো যে অবুঝ প্রাণ ॥

………………………………………………….

হৃদয়ের ঢেউ

সাত্তার শাহারী

আদর্শ নারী তুমি হৃদয়ের ঢেউ

তোমার মধ্যে গন্ধ ছোটে মৌ মৌ,

নতুন পথের দ্বার তুমি দাও খুলে

মনের ভ্রমর ছোটে তোমার ঐ ফুলে।

তোমার জ্ঞানের মাঝে ডুবে যাই আমি

মন থেকে বাদ দিই যত পাগলামি,

আদর্শ নারী তুমি সারাটা জীবন

বইয়ে দিও মনে হিম সমীরণ।

………………………………………………….

তাকে আঁকড়ে ধর

মোহাম্মদ শারবিন

যে পত্রিকা তুলে ধরে

কী হালাল কী হারাম,

কী করলে পায় কষ্ট মানুষ

কী করলে পায় আরাম।

যে পত্রিকায় ছাপা হয় সব

কল্যাণকর লেখা,

সেসব লেখা পড়লে যায়

অনেক কিছু শেখা।

যে পত্রিকা পড়লে মনে

শান্তি করে ভর,

সে হলো আদর্শ নারী

তাকে আঁকড়ে ধর।ৎ

………………………………………………….

আলোক বর্তিকা

কাওছার জামিল

প্রতিমাসের প্রথম দিকে এদেশজুড়ে,

লক্ষ পাঠক তোমায় পড়ে মনটা ভরে।

নিত্য নিয়ে আসলে তুমি সত্য বাণী,

তোমার থেকে আলো নিবে অন্ধ-জ্ঞানী।

কুরআন-হাদীস দিয়ে তোমার বুকটি ভরা,

তাইতো পড়ে ধন্য হবো সবাই মোরা।

হিদায়াতের হিমেল হাওয়া বিশ্বজুড়ে,

দাওনা বয়ে এই আবেদন তোমার তরে।

………………………………………………….

মনে পড়ে তোমাকে

নূর আলম (সৌদী প্রবাসী)

আদর্শ নারী! মনে পড়ে তোমায়

সকাল-দুপুর-সাঁঝে,

তোমার নামটি লেখা আছে

আমার হৃদয় মাঝে।

নীল আকাশের তারায় তারায়

তোমার নামটি লেখা,

প্রতিমাসে একবার আমি

পাই যে তোমার দেখা।

আদর্শ নারী আজীবন থেকো

এইতো আমার চাওয়া,

তুমি থাকবে আমার পাশে

এটাই পরম পাওয়া।

………………………………………………….

এক-একশ’-দুইশ’

মাছুম বিল্যাহ

এক-দুই-তিন-চার,

আদর্শ নারীর জয় জয়কার।

পাঁচ-ছয়-সাত-আট,

আদর্শ নারীর দীপ্ত ললাট।

নয়-দশ-এগার-বার,

আদর্শ নারী পাঠ কর।

তের-চৌদ্দ-পনের ষোল,

প্রতিভাকে ফুটিয়ে তোল।

সতের-আঠার-উনিশ-বিশ,

মুছে যাবে অপসংস্কৃতির নিশ।

ত্রিশ-চল্লিশ-পঞ্চাশ-ষাট,

ইসলাহী তরীর খেয়াঘাট।

সত্তর-আশি-নব্বই-একশ’,

আদর্শ নারীকে ভালোবাস।

এক-একশ’-দুইশ’,

আদর্শ নারী সবার শীর্ষ।

………………………………………………….

অনন্য পত্রিকা

হেদায়েতুন নবী হিরক

আদর্শ নারী যেদিন পেলাম

ধন্য আমি সেদিন হলাম,

লেখা এতে নানা রকম

বিভাগগুলো মধুর মতন।

ইহকাল ও পরকালের

হরেক রকম কলেবরের,

যে দেখে সে বলে ভাই

পত্রিকাটা পড়তে চাই।

………………………………………………….

চলো তুমি সম্মুখে

মুহিব বিন আমীন

বহুদিন পরে যা আজ্তক জারি,

দুর্বার চলে সেই আদর্শ নারী।

চলো তুমি সম্মুখে থেমে কভু থেকো না,

পিছে কেউ বলে কী তাও ফিরে দেখ না।

ধর্মকে মেটানোর চলছে যে আয়োজন,

রুখতে তা তোমাকে খুব বেশী প্রয়োজন।

তাই দিশারী চলো আগে ভেঙ্গে বাধা প্রতিরোধ,

নিঃস্বার্থ ত্যাগ দিয়ে স্মরণের গড়ো সৌধ।

………………………………………………….

আদর্শ নারী তুমি

মাশকুরা বিনতে হাসেম

আদর্শ নারী তুমি

সম্পাদক সাহেবের

নিপুণ হাতের ছোঁয়ায় সুখের সৃষ্টি,

আদর্শ নারী তুমি

নাস্তিকতার প্রশ্নে উলামাদের জবাব।

আদর্শ নারী তুমি

লাখো পাঠকের হাতের রুমাল

মুছে দিতে গোমরাহীর ঘর্ম,

আদর্শ নারী তুমি

আমার বোনের মুখের নিকাব।

আদর্শ নারী তুমি

আমার জ্ঞানের নব দীপ্ত শিখা

অবাধে পড়ার মতো আলোক কাগজ ॥

………………………………………………….

নারীর অলংকার

মরিয়াম বিনতে ইউসুফ

আদর্শ নারী তুমি নারীর অলংকার,

আদর্শ নারী তুমি সবার অহংকার।

আদর্শ নারী তুমি এক বুক ভালোবাসা,

আদর্শ নারী তুমি কাক্সিক্ষত হৃদয়ের আশা।

আদর্শ নারী তুমি আমাদের গৌরব,

আদর্শ নারী তুমি ফুটন্ত গোলাপের সৌরভ।

আদর্শ নারী তুমি আছো বাংলার ঘরে ঘরে,

আদর্শ নারী তুমি আছো কোটি হৃদয়জুড়ে।

………………………………………………….

তোমায় ভালোবাসি

এইচ. এম. ইয়াহইয়া বিন হাবীব

২০০তম সংখ্যায় তুমি পৌঁছে যাচ্ছ যখন,

খুশীতে মোর হৃদয়খানি ভরে যাচ্ছে তখন।

তোমার একজন পাঠক আমি তোমায় ভালোবাসি,

তাইতো তোমায় কাছে পেলে প্রাণ খুলে হাসি।

………………………………………………….

পথের দিশা

সরদার মিজানুর রহমান

তোমরা যদি সঠিক পথে পথ চলতে চাও,

আদর্শ নারী পত্রিকাটি দু’হাতে তুলে নাও।

আদর্শ নারী দেয় ছড়িয়ে আঁধার ঘরে আলো,

তার বাণীরই নির্দেশিকায় তোমরা সবে চলো।

অজানা সব তথ্যগুলো তাহার মাঝে পাই,

তাইতো আমি প্রতিমাসে আদর্শ নারী চাই।

………………………………………………….

আলোকময় বাতি

লাকী আক্তার শান্ত

আদর্শ নারী তোমায় দিয়ে সাজিয়েছি আমার ঘর,

আশা রাখি থাকবে তুমি সারা জনম ভর।

তুমি আমার চলার পথের একমাত্র সাথী,

আঁধার রাতে চলার পথের আলোকময় বাতি।

………………………………………………….

স্রষ্টার দান 

মারজানা আক্তার উম্মে জান্নাত হাবীবা

আদর্শ নারী তুমি মহান স্রষ্টার দান,

ভোলার নয় আদর্শ নারী তোমার অবদান।

আদর্শ নারী তুমি আমার আঁধার রাতের আলো,

তোমায় আমি যতই পড়ি ততই লাগে ভাল।

এই যুগে আদর্শ নারী তোমাকেই প্রয়োজন,

শত সহ¯্র নারী পুরুষের তুমিই আপনজন।

………………………………………………….

মাসিক আদর্শ নারী

নাজমুল ইবনে ইয়াহইয়া

মা – মায়ের মত দেখাও তুমি সহজ-সরল সরণি

সি – সিরাজের মত রবে তুমি হয়ে চোখের মণি,

ক – কনক দ্বারা লেখা হবে তোমার প্রতিভা বাণী।

আ – আশার প্রদীপ জ্বেলে তুমি এলে ভুবন মাঝে

দ – দমে দমে স্মরণ তোমায় করি সকাল-সাঁঝে,

র্শ – স্পর্শ আমায় করলে তুমি সবুজ কুঁড়ির সাজে।

না – নামায পড়ে তোমার জন্য করি এ প্রার্থনা,

রী – রীতি তোমার হোক সুন্দর এ মোর বাঞ্ছনা।

Related posts

Leave a Comment