৯৪,৩৩৪ জন প্যানেলিস্ট স্পিক এশিয়া ত্যাগ করতে চান এবং তাদের মূলধন ফেরত পেতে চান।

৯৪,৩৩৪ জন প্যানেলিস্ট স্পিক এশিয়া ত্যাগ করতে চান এবং তাদের মূলধন ফেরত পেতে চান।

Report From : Personal Desk
MLM NEWS 24 : Own News
News of : SPEAK ASIA BANGLADESH
News By : Muhammad Mehedi Menafa

স্পিক এশিয়া অনলাইন এবং তার প্যানেলিস্টরা অনেকদিন যাবত খারাপ সময় পার করেছে তা নিঃসন্দেহে সেই গতবছরের শুরুতে ভারতের কিছু মেডিয়ার নেগিটিভ খবরের কারনে আক্রান্ত হয়ে স্পিক এশিয়া অনলাইন প্রথমে ভারতে এবং তার কিছুদিন পরি বাংলাদেশে সহ অন্নান্য দেশে বন্ধ করে দিতে বাধ্য হয়। দির্ঘ একটি বছর পার হয়ে যাওয়ার পরও স্পিক এশিয়ার প্যানেলিস্টরা কোন প্রকার ভাল খবর পান্নি।

এমত অবস্থায় স্পিক এশিয়া অনলাইন গ্রাহকদের জন্য একটি নতুন ওয়েব-অ্যাড্রেসের (“www.speakasiamarketing.com”) মাধ্যমে “exit option” বা বাহির হয়ে যাওয়ার সুযোগ দেয়। এদিকে স্পিক এশিয়া অনলাইন সিংগাপুর কর্তিক প্রকাশিত একটি বিবৃতিতে উক্ত “exit option” বা বাহির হয়ে যাওয়ার সুযোগ সম্পর্কে কিছু তথ্য দেয়, যার গুরুত্ত পুর্ন অংশগুল এই প্রতিবেদনে বাংলায় অনুবাদ করে প্রকাশ করা হল।

“স্পিক এশিয়া অনলাইন যখন তাদের কার্যকর্ম বন্ধ করতে বাধ্য হয় তখন কিছু গ্রাহক এই খারাপ সময়ে “exit option”( www.speakasiamarketing.com ) ব্যাবহারের মাধ্যমে তাদের স্পিক এশিয়া অনলাইন ত্যাগ করার ইচ্ছা পোষণ করেন, এতে আরও বলা হয় প্যানেলিস্টদের উক্ত ইচ্ছা বা মতামত কে স্পিক এশিয়া অনলাইন সম্মান জানায়। পাশাপাশি এও জানানো হয় ঐ প্যানেলিস্টরা যদি কোনদিন বা কোন সময় স্পিক এশিয়া পরিবারের সাথে যুক্ত হতে চান তাদের জন্য পথ খুলা থাকবে।”

উক্ত বিবৃতিতে স্পিক এশিয়া মেনেজমেন্ট আরও বলে “যে সকল প্যানেলিস্ট বা গ্রাহকরা এখনও “exit option” এর মাধ্যমে স্পিক এশিয়া অনলাইন ত্যাগ করতে চান তাদের জন্য আমাদের www.speakasiamarketing.com ওয়েব-সাইটটি ৩১ মার্চ,২০১২ পর্যন্ত খুলা থাকবে। স্পিক এশিয়া ত্যাগ করতে ইচ্ছুক এমন সকল গ্রাহক নির্দিষ্ট ফর্ম ফিলাপ এর মাধ্যমে স্পিক এশিয়া ত্যাগ করতে পারেন বিস্তারিত জানতে বা ফর্মটি পেতে ভিজিট করুন www.speakasiamarketing.com ৩১ মার্চ ২০১২ এর মধ্যে ।”

একই বিবৃতির একটি অংশে তারা স্পিক এশিয়া এর কত সংখ্যক প্যানেলিস্ট এবং গ্রাহক স্পিক এশিয়া ত্যাগের ইচ্ছা পোষণ করেছে সে সম্পর্কেও তথ্য দিয়েছেন। ৯৪,৩৩৪ জন প্যানেলিস্ট স্পিক এশিয়া ত্যাগ করতে চান এবং তাদের মূলধন ফেরত পেতে চান। এতে এও বলা হয় জে এই সংখ্যা (৯৪,৩৩৪ প্যানেলিস্ট) তাদের মোট প্যানেলিস্টের ৭ ভাগেরও কম।

Related posts

9 Thoughts to “৯৪,৩৩৪ জন প্যানেলিস্ট স্পিক এশিয়া ত্যাগ করতে চান এবং তাদের মূলধন ফেরত পেতে চান।

  1. adult sex

    The Firefox updated tab comes up everytime i start firefox. What do i do to stop it?

  2. iphone 6

    What sites and blogs do the surfing community communicate most on?

  3. free escort service

    How do you start a website for a clothing company?

  4. gay porn

    Why does Alex Jones just post mainstream news articles on his website? Isn’t he breaking copyright laws?

  5. pay4you

    really excellent. I want to buy far more pay4you

  6. porn video hd

    How can I find cheap, reliable wordpress web designers that I can out source my webdesign work to?

Leave a Comment