মাসায়িল শিখি ::::: এপ্রিল – ’১২

  হিজাব বা পর্দার বিধান  মাওলানা মুহাম্মদ আবদুল হাই নদভী     হিজাবের আভিধানিক অর্থ হিজাব  ()   শব্দটি    হাজব  () মূলধাতু থেকে নির্গত। আল-মু‘জামুল ওয়াসীত গ্রন্থে এর আভিধানিক অর্থ বলা হয়েছে ,  অর্থ : পর্দা। (আল মু‘জামুল ওয়াসীত, ১ম খ-, ১৫৬ পৃষ্ঠা) হিজাবের পারিভাষিক সংজ্ঞা ইসলামী শরীয়তের পরিভাষায়, অশ্লীলতা ও ব্যভিচার নিরসনের লক্ষ্যে নারী-পুরুষ উভয়েরই তাদের নিজ নিজ রূপ-লাবণ্য ও সৌন্দর্যকে একে অপর থেকে আড়ালে রাখার জন্য ইসলামে যে বিশেষ ব্যবস্থা অবলম্বন করার নির্দেশ দেয়া হয়েছে, তাকে হিজাব বা পর্দা বলা হয়। (আল মু‘জামুল ওয়াসীত, ১ম খ-, ১৫৬ পৃষ্ঠা) ইসলামে…

Read More