“হৃদয়ে তুমি অস্তিত্বে তুমি”

 

“ভেজা সন্ধ্যা অঝোর বৃষ্টি দূর
আকাশে মেঘের
প্রতিধ্বনি বাদলে ঘিরেছে আকাশ
বইছে বাতাস
আড়ালে দাড়িয়ে তুমি আর
আমি হয়নি বলা কোন কথা শুধু
হয়েছে অনুভূতি”

আকাশের চাদঁটা মেঘেদের
সাথে লুকোচুরি খেলছে ঠিক তোমার
মত। তোমার হাসি তোমার
ছেলেমানুষী তোমার রাগ সবই
আমার ভাললাগত। তুমি যখন অভিমান
করতে মনে হত এই
বুঝি আকাশটা আধার হয়ে এল।
তোমার সাথে রাগ
করে থাকতে পারতাম না শুধু ছটফট
করতাম ভাবতাম আমার সাথে রাগ
করে তুমি বুঝি এমন কিছু
করে বসবে যে আমাকে সারাজীবন,
তোমাকে কষ্ট দিলে আমার প্রচন্ড
কষ্ট হত। তুমি যখন কাদঁতে মনে হত
আমার জীবনের বিনিময়ে তোমার
চোখের একফোটা অশ্রু
মুছে দিতে পারতাম তবে এই
জীবনটা স্বার্থক হত।
তোমাকে মজা করেই বলতাম
আমি মরে গেলে তখন কি করবে তুমি
তুমি শুধু বলতে আমিও মরে যাব।
কেন এত ভালবাসতে আমাকে???
তুমি আজ নেই, তোমার ভূবন
ভুলানো ওই
মায়াবী হাসিটা আমি ভুলতে পারি না।
তোমার স্পর্শ এখনো আমার
হৃদয়কে ছুয়ে যায়……. তোমার
স্মৃতি এখনো আমার কাছে ওই সদ্য
ফোটা গোলাপের মতই প্রাণবন্ত…….
তুমি আছ আমার অনূভুতিতে.. সেখান
থেকে কখনও হারাতে দেব
না তোমাকে
ভুলতে পারিনা তোমাকে
স্মৃতিতে তুমি অনুভূতিতে তুমি হদয়ের
গহীনে ভালবাসা
দীঘিতে ফোটা নীলপদ্ম
তুমি তোমাতে বিভোর আমি
চেয়ে রই দূর আকাশে
যেখানে শত সহস্র নক্ষত্রের
মাঝে প্রিয়তম আমার
হাসে হৃদয়ে তুমি অস্তিত্বে তুমি ছিলে আছ
সদা থাকবে
ফিরব একদিন তোমার কাছে, সকল
মায়া ছিন্ন করে
যেখানে আমাদের
ভালবাসা চিরদিন অমর হয়ে রবে!

Related posts

Leave a Comment