যে সমস্ত দোষে মানুষকে শেষ বয়সে ভিক্ষা করতে হয়

যে সমস্ত দোষে মানুষকে শেষ বয়সে ভিক্ষা করতে হয় :

০১. খুব বেশি বদরাগী হলে।
০২. আয়ের চেয়ে ব্যয় বেশি করলে।
০৩. টাকা পয়সা ও সময়ের অপচয় করলে।
০৪. ধার-দেনা করে বিলাসীতা করলে।
০৫. যৌবনকালকে সঠিক পথে ব্যবহার না করলে।
০৬. স্বামী-স্ত্রী পরস্পর অত্যন্ত দুর্ব্যবহার ও কলহ-বিবাদে জড়িয়ে পড়লে।
০৭. সামর্থের চেয়ে বেশি সংখ্যক সন্তান গ্রহন ও সন্তাদের মানুষ করতে না পাড়লে।
০৯. নিজের কাজের চেয়ে অন্যের কাজকে বেশি গুরুত্ব দিলে।
১০. জীবনে বড় রকমের কোন নৈর্সগিক দূর্ঘটনা ঘটলে।
১১. নিজের বা সংসারে কোন প্রিয়জনের দুরারোগ্য ব্যাধি হলে; যার চিকিৎসায় সম্পদ নষ্ট
করতে হয়।
১২. বিকলাঙ্গ হয়ে জন্ম গ্রহন করলে।

Related posts

Leave a Comment