Martyrs

কিছুদিন আগে এক ফ্রেঞ্চ হরর দেখছিলাম।নাম INSIDE.আবার যখন দেখলাম আরেকটা ফ্রেঞ্চ হরর তখন দেখা শুরু করলাম।আর কি দেখলাম নিচে পড়েন
মুভির শুরু এক অর্ধনগ্ন এবং রক্তাক্ত মেয়েকে দিয়ে যে এক পরিত্যক্ত বাড়ি থেকে পালিয়ে যাচ্ছে।পরে তাকে হসপিটালে ভর্তি করা হয়।কিছুই সে মনে করতে পারে না।শুধু জানে তাকে আটকে রাখা হইছিলো এবং তার উপর অত্যাচার করা হয়।সেখানে মেয়েটির সাথে আরেক মেয়ের বন্ধুত্ব হয় যে তাকে সব ঝামেলা থেকে দূরে রাখে।তাকে আবার স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনে।মুভির প্রথমভাগ এখানেই শেষ হয়।
পরবর্তীতে দেখা যায় দুইজন ই বড় হয়ে গেছে এবং অত্যাচারিত মেয়েটি তার উপর যারা অত্যাচার করে তাদের খুঁজে বের করে হত্যা করছে।আপাতদৃষ্টিতে মুভি এখানে শেষ মনে হলেও এরপরেও অনেক নাটকীয়তা থেকে যায়।কেন তাকে অপহরণ করে অত্যাচার করা হয়?মেয়ে দুটির কি হল?
সব যদি আমি বইল্যা দেই তাইলে মুভি দেইখা মজা পাইবেন না।তাই প্রশ্নগুলা থাকুক এইভাবেই।
My Rating
Acting : 6.5/10
Direction : 6.0/10
Script : 6.5/10
Effects : 7.0/10
Overall : 6.5/10
IMDB Rating : 7.0/10
Martyrs

oshomvob voyonkor akta movie, ami aje download kore dekhlam.. dhonnobad share korar jonno.. o.O