The Resident (2011) মুভি রিভিউ

মুভিতে হরর কেটাগরি ট্রেইলার আর পোষ্টার দেখে ভেবে ছিলাম দি রিং টাইপের হবে। হরর মুভি এমনিতেই কম দেখি (ভয় লাগে)। মিরর ২ মুভিটা দেখে ৪/৫ দিন আয়নায় নিজের চেহারা দেখি নাই।
ঘরের দরজা জানালা বন্দ করে বিছানায় চাদর মুরিদিয়ে চোখ দুটু বের করে ভয়ের আগাম প্রস্তুতি নিয়ে দি রেসিডেন্ট মুভিটা দেখছিলাম।
প্রথম প্রথম ভূতেরই মনে হয়েছিল। কিছুক্ষন দেখার পর বুঝতে পারলাম এটা ভূতের মুভি না (বাঁচাগেল)। বাড়িওয়ালা আর ভারাটিয়ার কাহীনি। কাহিনিটা এরকম।
ডাঃ জুলিয়েট ডেরমের একটা বাড়ি ভারা প্রয়োজন।
জুলিয়েটের হসপিটালেই জুলিয়েটকে দেখে ভাললেগে যায় বাড়িওয়ালা মেক্সের ।
জুলিয়েটকে কাছে পাবার জন্য প্রথম পদক্ষেপ হিসাবে বাড়ি ভারা দেন জুলিয়েটকে। মেক্স এতেও জুলিয়েটকে কাছে পেতে অসফল হলে। প্রতি রাতে গুপ্ত রাস্তা দিয়ে জুলিয়েটের ঘরে গিয়ে তাকে ড্রাগের ইনজেকসন দিয়ে শারিরিক সম্পর্ক করে ।এক সময় জুলিয়েট সেটা টের পেয়ে যায়।

আনটি জকিন্যান পরিচালিত ড্রামা,হরর,থ্রীলার কেটেগরির এই মুভিটিতে আইএমডিবি রেটিং -/১০।
আর একটা কথা মুভিটা কিন্তু অবশ্যই ১৮+ দের জন্য।

ডাউনলোড লিঙ্ক
মেগাআপলোড

Related posts

One Thought to “The Resident (2011) মুভি রিভিউ

  1. Piash talwar

    movie r review ta dekhe akhoni download korte iccha korche, khub druto dekhe felbo.. thax for share 🙂

Leave a Comment