অজস্র ঝিকিমিকি তারার ভীড়ে…

অজস্র ঝিকিমিকি তারার ভীড়ে,
খসে পড়া একটি তারার গল্প,
কেউ এখন আর মনে রাখেনা,
মনে রাখার প্রয়োজন কি বলো,
ওই নিয়ন আকাশের দূর দুরান্তে,

এখনতো শুন্যতা বলে কিছু নেই,
এখন আর নেই অন্ধকারের ভয়,
মোমবাতি তাই অতীত নয় আর,
বরং রূপকথার নিদর্শন কোনো,
অভিযোগ করছিনা তোমায় নিয়ে,
অভিমানী আক্ষেপও নয় এ কোনো,
শুধু সত্যটুকু তুলে ধরছি আমি,
তুমিও তো ওদের মতন,তাইনা,
মানুষতো,মানুষগুলো এমনি হয়,
শুধু আমিই মানুষ হলেমনা আজো….

Related posts

Leave a Comment