হে মন! তুমি কাকে চাও? লায়লা নাকি মাওলা? !!

হে মন! তুমি কাকে চাও? লায়লা নাকি মাওলা?
কেন তুমি মাওলাকে ফেলে লায়লায় পিছে ছুটছ?
লায়লার সৌন্দর্যের জন্য, রূপের জন্য?
কিন্তু যিনি এই রূপের কারিগর তাকে ভুলে তুমি ছুটছ এই মেকী রূপের পিছনে, মাওলার স্থানে লায়লাকে তুমি জায়গা দিলে তুমি তোমার …

মনে? কিন্তু……
এই রূপ কয়দিন থাকবে, কয়দিনই বা থাকবে লায়লার মিষ্টি-মধুর কথা? এক যুগ,দুই যুগ নাকি শত শত বছর?????

এক কবি কত সুন্দরই না বলেছেন-
” প্রিয়তমা জ্ঞানে যারে, করেছ নাদানী
কোমর বাঁকিয়া আজ তিনি এক নানী।
সুদর্শন রতন সেই চন্দ্র মুখ খানা
ঐ যে চাহিয়া দেখ তিনি এক নানা।”

লায়লার রূপ একদিন তোমায় আর আকর্ষণ করবে না, তোমার হৃদয়ে ঝড় তুফান বইয়ে দিবে না। আর লায়লা তো নিজেই এক ময়লায় চলন্ত গাড়ি, যে নিজ শরীরের পেটে, কানে, নাকে আর কত জায়গায় ময়লা নিয়ে ঘুরছে, আর সেই লায়লাকে দেখেই কিনা তোমার মাথা ঘুরছে!! এই লায়লাকে দেখেই তুমি ভুলে গেছ পবিত্র, মহাপবিত্র, সকল রূপের আধার তোমার মাওলাকে, লায়লার ডাকে সাড়া দিতে গিয়ে, সাড়া দিলে না মাওলার ডাকে। আর জড়িয়ে পড়লে পাপ নদীর বাঁকে বাঁকে, কিন্তু ভুলে গেলে তোমার মাওলা দেখছেন তোমাকে।

হে মন! এখনো সময় আছে, ফিরে এসো মাওলার পথে। লায়লাকে পেতে গিয়ে হারিও না তুমি তোমার আসল প্রেমিক মাওলাকে। এখন হয়তো তুমি মাওলাকে ভুলে যেত পার, কিন্তু যেদিন মাওলা ব্যাতীত কারো কথা তোমার মনে থাকবে না, সেদিন হয়তো তোমার মাওলা তমার দিকে ফিরেও তাকাবেন না। হে মন! বুঝতে চেষ্টা কর, ফিরে এসো লায়লাকে ফেলে মাওলা পানে, মাওলাই হোক তোমার আসল প্রেমিক দুনিয়া ও আখিরাতের জীবনে।

## আপনার প্রিয়জনদের কাছে পৌঁছে দিন ইসলামের শাশ্বত বাণী। হৃদয় থেকে হৃদয় উদ্ভাসিত হোক ঈমানের আলোকচ্ছটায়।

Related posts

Leave a Comment