খলীফা মনছুর বললেনঃ হ্যাঁ, এই ফকীহর বক্তব্যই সঠিক

মূসা বিন ঈসা হাশেমী তার স্ত্রীকে খুব ভালবাসতেন। একদিন কথার ছলে হঠাৎ বলে ফেললেনঃ তুমি যদি চাঁদের চেয়ে বেশী সুন্দর না হও তবে তোমাকে তিন তালাক। বিবি একথা শুনে স্বামীর সাথে পর্দা করা শুরু করলেন। আর সবার কাছে বলতে লাগলেন আমার তালাক হয়ে গেছে। স্ব…

ামীর জন্য ব্যাপারটি কিয়ামতের মতো মন হলো। ইবনুল আরাবীকে তিনি ঘটনাটি খুলে বললেন, ইবনুল আরাবী সকাল বেলা ঘটনাটি খলীফা মনছুরকে জানিয়ে দিলেন। খলীফা মনছুর সকল ফকীহ উলামাদের দরবারে ডেকে মাসয়ালাটি জিজ্ঞাসা করলেন। শুধুমাত্র একজন ফকীহ ছাড়া সকলে একমত হলেন যে, তালাক হয়ে গেছে। একমাত্র ভিন্ন মত পোষণকারী আলেম বললেন, তালাক হয়নি। যেহেতু মহান আল্লাহ্ বলেছেনঃ ” আমি সৃষ্টি করেছি মানুষকে সুন্দরতর অবয়বে।” {সূরা তীন-৪}, তাই মানুষ চাঁদের চেয়েও বেশী সুন্দর।খলীফা মনছুর বললেনঃ হ্যাঁ, এই ফকীহর বক্তব্যই সঠিক। মূসা বিন ঈসা হাশেমীকে বললেন, যাও তোমার স্ত্রী তালাক হয় নি। তার সাথে জীবন যাপন কর।

## আপনার প্রিয়জনদের কাছে পৌঁছে দিন ইসলামের শাশ্বত বাণী। হৃদয় থেকে হৃদয় উদ্ভাসিত হোক ঈমানের আলোকচ্ছটায়।

Related posts

Leave a Comment