প্রার্থনামূলক কোরআনের আয়াত সমূহ – (এক)

প্রশংসা তার যিনি মালিক সৃষ্টি জগতের
দয়ালু দয়াবান মালিক বিচার দিবসের
ইবাদত করি তোমার সাহায্যও চাই
সরল সঠিক পথ দেখাও প্রভু তাই
তাদের পথ যাদের সাথে তোমার দয়া
নয় তাদের যারা বিপদগামী, পথ হারা। (সুরা ফাতেহা)

বলেন নবী ইব্রাহীম মালিক আমার
বানিয়ে দাও শান্তিময় এ নগর
এনেছে ঈমান যারা আল্লাহ ও পরকালে
আহারের যোগান দাও ফলমূলে।
বলেন প্রভু আমি উপকরন দেব তাকেও
অস্বীকার করে যে আমাকে
বাধ্য হবে দ্রূত করিতে ভোগ আগুনের শাস্তি
বড়ই নিকৃষ্ট সেই স্থানটি। (বাকারাহ -১২৬)

বলেছিল ইব্রাহীম ও ইসমাঈল
হে প্রভু কবুল কর মোদের তুমি
তুমিই জান সবি শোন তুমি। (বাকারাহ -১২৭)

প্রভু বানিয়ে নাও আমাদের তুমি অনুগত
বানিয়ে নিও আমাদের বংস থেকে অনুগত
জানিয়ে দাও তোমার নিয়মকানুন মোদের
কবুল করে নাও তওবা মোদের
তুমিই দয়ালু তওবা কবুলকারী। (বাকারাহ -১২৮)

প্রভু পাঠাও তাদের মাঝ থেকে এমন রাসুল
করিবে পাঠ তোমার আয়াত
শিখাবে তাদের তোমার কিতাব
আর যত হিকমত
করিবে তাদের সে পবিত্র
তুমিই মহাপরাক্রমশালী প্রজ্ঞাময়। (বাকারাহ -১২৯)

বলেই কেহ কেহ তাদের মধ্য থেকে
প্রভু মঙ্গল কর মোদের ইহকালে মঙ্গল পরকালে
মুক্তি দাও অনলের আযাব থেকে। (বাকারাহ -২০১)

(অত্র পোষ্ট এ যদি কোন ভুল-ক্রুটি থাকে তবে দয়া করে জানিয়ে দেবেন)

Related posts