সাব্বিরের খেলায় মুগ্ধ হাফিজ

 আসল লড়াইয়ে নামার আগে পাকিস্তানের জন্য  এটা ছিল নিজেদের ঝালাই করে নেওয়ার সুযোগ। কিন্তু  হলো উল্টোটা। বিসিবি একাদশের কাছে হেরে পাকিস্তান একটা ধাক্কাই খেল ।পাকিস্তানি অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ সিরিজ শুরুর আগে প্রস্তুতি ম্যাচে এ হারটাকে তাই সতর্কবার্তা হিসেবে দেখছেন । সাব্বির রহমানের এই দুর্দান্ত ইনিংসটি নিয়ে মুগ্ধতাও গোপন করেননি হাফিজ।

দলের পক্ষে সর্বোচ্চ ৮৫ রান করেছেন। পাকিস্তান ২৬৮ রান করার পর সেটিকে যথেষ্ট মনে করাটাও ছিল স্বাভাবিক। কিন্তু  বিসিবি একাদশ অঙ্কটা উল্টে দিয়েছে।হাফিজের কণ্ঠে ম্যাচের পর  তাই সতর্ক সুর, ‘দুই দলই ভালো খেলেছে। শেষ পর্যন্ত আমার মনে হয়, বাংলাদেশ ‘এ’ দলই (বিসিবি একাদশ) ভালো করেছে। আমাদের কিছু জায়গায় আরও উন্নতি করতে হবে, বিশেষ করে ফিল্ডিং। এটা নিয়ে আরও অনেক কাজ  করতে হবে। বোলারদের আরও জ্বলে উঠতে হবে। কারণ যে উইকেটে বল ব্যাটে আসছিল না, সেখানেও ২৭০-এর মতো রান করে জিততে পারিনি। তার মানে আমরা ছন্দে ছিলাম না।’ তাই প্রথম ওয়ানডের আগেই এ ভুলগুলো শোধরানোর আশা হাফিজের কণ্ঠে, ‘আমরা এ রকম একটা ম্যাচ চেয়েছিলাম, যান এ জায়গাগুলো ঠিকঠাক করে নিতে পারি। এখন দলটা আরও ভালো খেলতে পারবে।’
সাকিব আল হাসান কিছুদিন আগে এই সিরিজে বাংলাদেশকে ফেবারিট বলে দাবি করেছেন । প্রস্তুতি ম্যাচে জয় সেই দাবিকে কিছুটা হলেও জোরালো তো করছেই। হাফিজ তা মানবেন না স্বাভাবিক, ‘ওরা তাদের কথাই বলেছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি আমাদের দলটা বেশ ভালো। আমার তো মনে হয় বাংলাদেশকে হারানোর সব সামর্থ্যই আছে আমাদের।’  শহীদ আফ্রিদি ও মিসবাহ-উল-হক  অবসর নেওয়ায় পাকিস্তানের ওয়ানডে দলে এখন তারুণ্যভাস্বর। হাফিজের কণ্ঠে ওই দুজনের না থাকাটাকে একটা বড় ক্ষতি বলে মেনে নিলেও তরুণদের নিয়ে আশাবাদ , ‘আমাদের দলটা তরুণ। অনেকের অভিষেক হবে, খুব বেশি দিন হয়নি অনেকে দলে এসেছে । সবাই দেশের হয়ে খেলার সুযোগের অপেক্ষায় আছে।’
যাঁর দুর্দান্ত সেঞ্চুরিতে সিরিজ শুরুর আগেই একটা ধাক্কা খেল পাকিস্তান, সেই সাব্বির রহমানকে অবশ্য প্রাপ্য প্রশংসা ঠিকই দিয়েছেন হাফিজ, ‘দর্শক হিসেবে ওর ইনিংসটা হয়তো আপনার দেখা সেরা ইনিংসগুলোর মধ্যে থাকবে। সে একটুও মাথা গরম করেনি। রীতিমতো বোলারদের শাসন করেছে। এই প্রথম আমি ওকে দেখলাম। ৩ উইকেট পড়ে যাওয়ার পর সে একাই শাসন করেছেন বোলারদের। দারুণ ইনিংস খেলেছেন।’

Related posts

Leave a Comment